সরকার

প্রবাসী শ্রমিকদের চাকুরি, রপ্তানি বাণিজ্য ও দুর্বল অর্থনীতি সুরক্ষার আহ্বান

করোনা মহামারী সংকটকালে রপ্তানি বাণিজ্য এগিয়ে নেয়া, ক্রেতাদের ক্রয় আদেশ বহাল রাখা, প্রবাসী শ্রমিকদের চাকুরি এবং দুর্বল অর্থনীতির দেশগুলোকে সুরক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলওকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

তিনি আজ আইএলও গ্লোবাল সামিট অন কোভিড -১৯ এন্ড ওয়ার্ল্ড অব ওয়ার্ক – বিল্ডিং এ বেটার ফিউচার অব ওয়ার্ক সম্মেলনে ‘কোভিড -১৯: ওয়ার্কিং টুগেদার টু বিল্ড ব্যাক বেটার” সেশনে ভার্চুয়াল মিটিংয়ে সদস্য দেশগুলোর শ্রমমন্ত্রী পর্যায়ের আলোচনায় এ আহ্বান জানান। শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারী সংকটের কারণে ক্রয় আদেশ বাতিল হওয়ার কারণে তৈরি পোশাক রপ্তানী অপ্রত্যাশিতভাবে কমে গেছে। অনেক মালিক কারখানার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। অধিকন্তু বাংলাদেশী অনেক প্রবাসী শ্রমিক তাদের চাকুরি হারিয়েছেন।

এ অবস্থায় করোনা সংকট মোকাবেলায় প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় চারটি বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ১. তৈরি পোশাকের ক্রেতারা যাতে তাদের ক্রয় আদেশ বাতিল না করে এবং বিদ্যমান চুক্তি পুরণে দায়িত্বশীল হয় এ বিষয়ে আইএলও’র এগিয়ে আসা উচিত। ২. করোনা মহামারীর সময়ে প্রবাসী শ্রমিকদের চাকুরি নিশ্চতে ভূমিকা রাখতে হবে। ৩.দুর্বল অর্থনীতির দেশগুলোর জন্য প্রয়োজনীয় বাজারে প্রবেশ অগ্রাধিকার দিতে হবে এবং ৪. চলমান চ্যালেঞ্জিং পরিবেশে আইএলও’র শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষণাপত্র এবং এজেন্ডা ২০৩০ অর্জনে সদস্য দেশগুলোর একসাথে কাজ করা উচিত।

একইসাথে করোনা পরবর্তী সময়ে আরো ভাল ভবিষ্যত তৈরিতে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। করোনা মহামারি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরে শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি সংকটের শুরুতেই প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে ৩১ দফা নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী প্রণোদনা হিসেবে অর্থনৈতিক ও সমাজের বিভিন্ন সেক্টরের মানুষকে সহযোগিতা করতে ১২ দশমিক ১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে ৬’শ মিলিয়ন ডলার বরাদ্দসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেন। শ্রম প্রতিমন্ত্রী করোনা মোকাবিলায় তাঁর মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন। তিনি বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের জন্য টেলিমেডিসিন সেবা চালু এবং আইএলও এর সহযোগিতায় কোভিড -১৯ প্রতিরোধে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি গাইডলাইন তৈরি করেছে।

প্রতিমন্ত্রী করোনা মহামারী নিয়ে এ সম্মেলন আয়োজনের জন্য আইএলও মহাপরিচালককে ধন্যবাদ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =

Back to top button