নগরজীবন

এবার লাজ ফার্মায় ভেজাল ওষুধ; ২৯ লাখ টাকা জরিমানা

রাজধানিতে ভেজাল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অন্তত ৭৬ প্রকারের অনুমোদনহীন ও ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থিত লাজ ফার্মায় যৌথ অভিযান চালায় র‍্যাব এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু।

সরকার ও ওষুধ প্রশাসনের অনুমোদন নেই, লাগেজ পার্টির আমদানি করা ওষুধ বিক্রি করছিল লাজ ফার্মার কাকরাইল শাখা। এছাড়া এ শাখা থেকে অসংখ্য মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন উদ্ধার করে র‍্যাব। প্রতিষ্ঠানটিকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সন্ধ্যায়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযানে ৫০ লাখ টাকার ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট পলাশ বসু জাগো নিউজকে বলেন, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করেছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রয়েছে রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও। কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় আমরা দেখতে পেয়েছি বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত করা হয়েছে। যার রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এর অধিকাংশই তারা আমদানি করেছে লাগেজ পার্টির মাধ্যমে। এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মানবজমিনকে জানান, প্রায় সাড়ে ৪ ঘণ্টার এ অভিযানে অন্তত ৭৬ প্রকারের ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সেইসঙ্গে নগদ ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

আরও খবর পেতে দেখুনঃ ভাইরাল নিউজপ্রবাস নিউজ

News Bd Daily, News Bd Daily

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =

Back to top button