করোনাভাইরাসশোবিজ

বচ্চন পরিবারে এবার ঐশ্বরিয়া-আরাধ্যাও করোনাক্রান্ত

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বচ্চন পরিবারের আরও দুই সদস্য ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর আসে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস হানা দিয়েছে ভারতের চলচ্চিত্র অঙ্গনেও। বলিউডের বেশ কয়জন বড় তারকা ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্প্রতি বলিউড কিংবদন্তী আমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন।

অমিতাভের অবস্থা বর্তমানে স্থিতিশীল, শুধু মৃদু উপসর্গ রয়েছে। তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বচ্চন পরিবারের আরও দুজন সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবর আসে।

ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার কন্যা আরাধ্যার টেস্টের ফলাফলে তাদেরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। ভারতীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন তাঁর পাঁচ দশকের ক্যারিয়ারে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।

১৯৬৯ সালে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে, এরপর থেকে প্রায় অর্ধ শতাব্দী ধরে রূপালি পর্দায় রাজত্ব করছেন তিনি। অন্যদিকে অমিতাভ-জয়া দম্পতির সন্তান অভিষেকও বাবার পথ ধরেই চলচ্চিত্র অভিনয়ে নাম লেখান।

বাবার মতো খ্যাতির চূড়ায় না উঠতে পারলেও ৬৭টি সিনেমায় অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন অভিষেক। ২০০৭ সালে এক সময়ের বিশ্বসুন্দরী ও বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক।

ভারতের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া তার চলচ্চিত্র ক্যারিয়ারে ৪৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। অভিষেকের সঙ্গে বিয়ের পর ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের একমাত্র সন্তান আরাধ্যার জন্ম হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে ৭৭ বছর বয়সী অভিনেতা অমিতাভ ও তার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে শুভকামনার বার্তা। পরেশ রাওয়াল, অক্ষয় কুমারসহ বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী টুইটারে তার সুস্থতা কামনা করে টুইট করেছেন। অমিতাভও একটি টুইট করে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।

বিশ্বব্যাপী সর্বাধিক করোনাভাইরাস শনাক্তের তালিকায় ভারতের অবস্থান এখন তৃতীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =

Back to top button