আন্তর্জাতিক
পাপুল কেলেঙ্কারি: কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার
কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কুয়েতের এক সেনা কর্মকর্তা। তিনি মেজর জেনারেল পদমর্যাদার ছিলেন।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গাল্ফ নিউজে এ তথ্য জানানো হয়। নিউজে বলা হয়, ঘুষের বিনিময়ে পাপুলের অনেক কাজ করে দিতেন কুয়েতের এই কর্মকর্তা।
কুয়েতের নাগরিকত্ব, পাসপোর্ট ও বসবাসের অনুমতি বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি থাকা অবস্থায় পাপুলকে অবৈধ লেনদেনের মাধ্যমে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ আনা হয়।
এরপর গত বৃহস্পতিবার এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়।