শুরুর দিনে ফোক ফেস্টের মঞ্চ মাতাবেন যারা
সুর, ছন্দ আর তালে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ফোক ফেস্ট ২০১৯’। তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ১৬ নভেম্বর। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রোতারা উপভোগ করতে পারবেন লোকশিল্পীদের গাওয়া গান।
উৎসবের প্রথম দিন মঞ্চ মাতাবেন প্রেমা ও ভাবনা নৃত্য দল, জর্জিয়ার শেভেনেবুরেবি, শাহ্ আলম সরকার ও ভারতের দালের মেহেন্দি।
লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবের পঞ্চম আসর।
এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলীর পরিবেশনা উপভোগ করবেন শ্রোতারা
গত তিন বছরের মতো এবারও বিনামূল্যে এ উৎসবে যোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করেছেন শ্রোতারা। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে। উৎসবের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ফেসবুকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট পেজে ও ওয়েবসাইটে।