উৎসবের মঞ্চ প্রস্তুত ছিল আগে। শুধু সময়ের অপেক্ষা। অবশেষে সেটাও ফুরাল। ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। করোনা পরিস্থিতির মধ্যেই নিজেদের ৩৪তম শিরোপা জিতে নিল জিনেদিন জিদানের শিষ্যরা।
গতকাল বৃহস্পতিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের মূল নায়ক বনে যান করিম বেনজেমা। কারণ, রিয়ালের হয়ে দুটি গোলই এসেছে তাঁর পা থেকে। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন ইবোরা।
গত দুই আসরে টানা লা লিগার শিরোপা ধরে রেখেছিল বার্সেলোনা। এবারও সেই পথে এগোচ্ছিল। কিন্তু হঠাৎই ছন্দ হারায় দলটি। টানা তিন ম্যাচে পয়েন্ট হারাতে থাকে। ফলে রিয়ালের শিরোপা ঘরে তোলার পথ সহজ যায়। ২০১৬-১৭ মৌসুমের পর আবারও স্পেন-সেরার মুকুট পরল স্পেনের সফলতম দলটি।
আলফ্রেদো দে স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল রিয়াল। শুরুর সাত মিনিটের মধ্যে দুবার আক্রমণ করে প্রতিপক্ষ শিবিরে। তবে সাফল্য মেলেনি তাতে।
শেষ পর্যন্ত ২৯ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। প্রতিপক্ষের কাছ থেকে বল নিয়ে লুকা মদ্রিচকে বাড়ান কাসেমিরো। ক্রোয়াট তারকা আরেকটু এগিয়ে নিয়ে বাড়ান বেনজেমাকে। সুযোগ পেয়ে ডি-বক্সে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা।
চলতি লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। রিয়ালে যোগ দেওয়ার পর এই প্রথম লা লিগায় টানা দুই মৌসুমে ২০-এর বেশি গোল করলেন তিনি। গেল আসরে তাঁর গোলসংখ্যা ছিল ২১টি। এবারও ২১টি।
বেনজেমা দ্বিতীয় গোলের দেখা পান ৭৭ মিনিটে। ডি-বক্সে সার্জিও রামোস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক নিতে এসে আলতো টোকায় বল একটু সামনে বাড়ান অধিনায়ক রামোস, ছুটে এসে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রতিবাদ জানান। রামোস ঢোকার আগেই বেনজেমা ডি-বক্সে ঢুকলে আবার পেনাল্টি শট নিতে হয় রিয়ালকে। তবে এবার আর ভুল নয়, দারুণ শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন বেনজেমা। সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ শিবির। শেষের দিকে একটি গোল শোধ করে ব্যবধান কমায় ভিয়ারিয়াল।