কাশ্মীরের সেই জুনাইদ শাহ আর নেই
বলিউড তারকা রণবীর কাপুরের মতো দেখতে কাশ্মীরের জনপ্রিয় মডেল জুনাইদ শাহ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।
জুনাইদের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এনেছেন সাবেক প্রতিবেশী ও কাশ্মীরের সাংবাদিক ইউসুফ জামিল। খবর টাইমস অব ইন্ডিয়া।
বেশ কয়েক বছর আগে নেটদুনিয়ায় জুনাইদ শাহর ছবি ভাইরাল হয়েছিল। কাশ্মীরের এই তরুণ দেখতে হুবহু রণবীর কাপুরের মতো হওয়ায় রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন জুনাইদ। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুর টুইটারে একবার তাকে নিয়ে মন্তব্য করেছিলেন।
২০১৪-২০১৫ সালের দিকে পুরো ভারতে সেনসেশনে পরিণত হন জুনাইদ শাহ। তিনি হয়ে ওঠেন কাশ্মীরের আইকন। এরপর বেশ কয়েকটি টিভি চ্যানেলে কাজও করেছেন জুনাইদ।
বিভিন্ন পত্রিকার খবর, সম্প্রতি মুম্বাই থেকে নিজের শহর শ্রীনগরে ফেরেন জুনাইদ। তার বৃদ্ধ বাবাকে দেখার জন্যই নিজ বাড়িতে ফিরেছিলেন।