রংপুর এক্সপ্রেসে আগুনের সাড়ে ছ’ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু; তদন্ত কমিটি গঠন
ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের অদূরে আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত ও ৩টি বগিতে আগুন ধরার ঘটনার সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ইউএনবি জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে রংপুরগামী ৭৭১ নং আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগির মধ্যে ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনের পেছনের ৩টি বগিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
এতে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পাকশী থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শেষ করলে রাত পৌনে ৯টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান উল্লাপাড়া স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।
এদিকে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
তবে কী কারণে ওই ট্রেনের বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনা ঘটেছে তা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। যান্ত্রিক ক্রটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলাম।