করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সফলঃ সাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস মোকাবেলায় সাস্থ্য মন্ত্রনালয় সফল বলে দাবি করেছেন সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বর্তমানে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা-সমন্বয়হীনতার বিষয়গুলো সমালোচনার শীর্ষে থাকলেও বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে বলে জানান তিনি।
দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার কম থাকার ‘পরীক্ষায়’ স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে বলেও দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ (২২ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ মালেক এ দাবি করেন।
জাহিদ মালেক বলেন, ”বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর হার ৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার বর্তমানে ১০ শতাংশ। অথচ বাংলাদেশে মৃত্যুহার মাত্র ১ দশমিক ২৬ শতাংশ। এর কারণ হচ্ছে, দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে।”
তিনি আরও বলেন, ”সরকারি হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। আমরা পাঁচ মাস ধরে সারাদেশে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। আরও ভালো সংবাদ হচ্ছে, আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা, বিশেষ করে ঢাকা শহরে তা অর্ধেকে নেমে গেছে। ঢাকায় হাসপাতালগুলোত এখন তিন হাজারেরও বেশি বেড খালি আছে। এছাড়াও, আমরা আরও দুই হাজার ডাক্তার, তিন হাজার টেকনেশিয়ান নিয়োগের কাজ করছি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের সাম্প্রতিক পদত্যাগের বিষয়টি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, নিয়ম অনুসারে তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বাংলাদেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২,৭৫১ জন । মোট সংক্রমিত হয়েছেন দুই লাখ ১৩ হাজার ২৫৪ জন। সমগ্র বিশ্বে মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৮১৭ জন। মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৭ হাজার ৯৪৮ জন।