মাস্ক বিহীন গাধার সাক্ষাৎকার নিয়ে ভাইরাল সাংবাদিক
করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে মাস্ক পরাটাকে জনগণ গুরুত্ব সহকারে নিচ্ছে না। যে কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে এ ভাইরাস।
এ বিষয়ে জনগণকে সচেতন করতে এক অভিনব পন্থা বের করে করেছেন ভারতের এক সাংবাদিক। এ জন্য দুই গাধার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। আর ওই সাক্ষাৎকারের মাধ্যমেই মাস্ক না পরা জনগণকে বোকা বানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই সাংবাদিক শুধু মজা করার জন্য যে সাক্ষাৎকারটি নেননি তা বলাই যায়।
অমিত কুমার নামের এক ব্যক্তি ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, প্রথমে ওই সাংবাদিক হিন্দি ভাষায় গাধা দুটির কাছে প্রশ্ন করছেন, ‘এই লকডাউনের সময় আপনারা এভাবে বাইরে বের হচ্ছেন কেন? আপনারা মাস্ক পরেননি কেন?’ তবে গাধা দুটি যেহেতু মানুষের মতো করে কথা বলতে পারে না, তাই স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে কোনো উত্তর আসেনি।
এরপর ওই সাংবাদিক এক পথচারীর সাক্ষাৎকার নেন। তারা মাস্ক ছাড়া বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি গাধা দুটিকে দেখিয়ে পথচারীকে প্রশ্ন করেন, ‘ওই যে আমাদের বন্ধুরা ওখানে বসে আছে, ওদের জিজ্ঞাসা করলাম কেন মাস্ক পরেননি। তার কোনো উত্তর ওরা দিল না। কেন বলুন তো?’
জবাবে ওই ব্যক্তি উত্তর দেন, ‘ওরা কী করে জবাব দেবে, ওরা তো গাধা।’ এবারই সুযোগটা পেয়ে যান সাংবাদিক। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘ওদের মতো আপনারাও তো মাস্ক না পরে অকারণে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনারা কী?’ ব্যাস, কথার মারপ্যাঁচে যুবক মেনে নিতে বাধ্য হন যে মাস্ক না পরে তিনি ‘গাধা’র মতোই কাজ করেছেন।
একইভাবে আরো একাধিক ব্যক্তিকে ‘গাধা’র সঙ্গে তুলনা করতে দেখা যায় ওই সাংবাদিককে।
করোনাভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকের এই বুদ্ধিদীপ্ত উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।