Lead Newsস্বাস্থ্য ও চিকিৎসা

নার্সিং অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালকের অপসারণ দাবি

রাজধানী ঢাকার ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুল হাইকে অপসারণের দাবি জানিয়ে ১৩ নার্সিং কলেজের শিক্ষকরা বলেন, তাকে সরিয়ে নার্সদের মধ্য থেকে এই পদে নিয়োগ দিতে হবে। নইলে নার্সিং কলেজগুলোর শিক্ষকরা অবিলম্বে সারাদেশে আন্দোলনে যাবেন।

নার্সিং কলেজগুলোর নারী শিক্ষকরা তাকে না সরালে গণআত্মহত্যার পথ বেঁচে নিবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে নিয়োগ বিধির বাইরে গিয়ে নার্সিং কলেজগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের যে চেষ্টা চলছে তা বাতিল করার দাবি জানিয়ে তারা বলেন, শিক্ষকরা ছাত্রদের সঙ্গে পরীক্ষা দেবে কিভাবে?

আবদুল হাই এক সঙ্গে পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে নারীদের উত্ত্যক্ত ও অসম্মান করার অভিযোগ আছে। রাতেও অনেক নারী নার্সদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন তিনি। সম্প্রতি তার পরামর্শে নিয়োগ বিধির বাইরে গিয়ে নার্সিং কলেজগুলোতে শিক্ষক নিয়োগের পায়তারা চলছে।

এ ব্যাপারে প্রতিবাদ করতে বুধবার নার্সিং ও মিডওয়াইফারি যান ১৩ নার্সিং কলেজের শিক্ষক প্রতিনিধিরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নার্সিং সেক্টর এগিয়ে নেওয়ার কথা বলেন। কিন্তু তাদের সাথে চরম দুর্ব্যবহার করেন আব্দুল হাই। অথচ নার্সিং কলেজের নিয়োগ বিধিতে আছে, বিষয়ক ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৭৫ ভাগ পদোন্নতি মাধ্যমে হতে হবে। বাকি ২৫ ভাগ সরাসরি নিয়োগ হবে।

এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। কিন্তু এসব নিয়ম মানা হচ্ছে না। এ কারণে শিক্ষক প্রতিনিধিরা নার্সিং অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে আমলা আর দেখতে চান না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =

Back to top button