করোনাভাইরাস
করোনায় কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য বিদায়ী পরিচালকের মৃত্যু
কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্য বিদায়ী পরিচালক (ভান্ডার ও সরবরাহকারী) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ আর নেই। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার বিকেল ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৩ মে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।