সিরি’আ শিরোপা নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল য়্যুভেন্তাস। সাম্পদোরিয়া বিপক্ষে ২-০ গোলে জিতে দুই ম্যাচ বাকি থাকতেই টানা নবম শিরোপা জেতে তারা। শিরোপা জয়ের ম্যাচ বড় ভূমিকা রেখেছিলেন রোনালদো।
তবে এবারের এই শিরোপা করোনাভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি উৎসর্গ করেছেন রোনালদো। শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেন রোনালদো।
তিনি লিখেছেন, ‘শেষ! ইতালির চ্যাম্পিয়ন হয়ে গেলাম। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে খুবই ভালো লাগছে। দুর্দান্ত এ ক্লাবের সঙ্গে আরও ইতিহাস গড়ার দিকে তাকিয়ে রয়েছি।’
তিনি আরো লিখেছেন, ‘আমাদের এই শিরোপাটি য়্যুভেন্তাসের সব সমর্থকদের জন্য। বিশেষ করে তাদের জন্য, যারা বৈশ্বিক মহামারিতে (করোনাভাইরাস) আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরো পৃথিবীই এতে বদলে গেছে। আমাদের এই সাফল্য সহজ ছিল না। সবার সম্মিলিত প্রচেষ্টায় চ্যাম্পিয়নশিপের কঠিন সময়টা মোকাবিলা করতে পেরেছি। এই শিরোপাটা ইতালির সবার জন্য। আপনাদের সবার জন্য ভালোবাসা।’
শিরোপা জয়ের ম্যাচে একটি গোল করেছেন রোনালদো। এছাড়া লিগে ৩১ গোল করেন তিনি।