বন্ধুর বিয়েতে পেঁয়াজ উপহার, ইন্টারনেটে ভাইরাল
দেশে পেয়াঁজের ঊর্ধ্বমূল্য নিয়ে জাতীয় সংসদ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়। পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ যখন চরমে, ঠিক তখনই নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে উপহার বক্সে দেয়া হলো সেই পেঁয়াজ।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলে কয়েক ঘণ্টার মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়।
শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের হৃদম প্লাজা কমিউনিটি সেন্টারে একটি বৌভাতের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পেয়াঁজ উপহার পেয়ে বর পিয়াস ও কনে খাদিজার আত্মীয়স্বজনরাও এ সময় বেশ উপভোগ করেন।
অনুষ্ঠানে অতিথিরা জানান, নারায়ণগঞ্জ শহরের ১নং বাবুরাইলের মোহাম্মদ পিয়াস ও ফতুল্লা বক্তাবলির কনে খাদিজা কাবিননামা বিবাহ গত বছরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১৬ নভেম্বর শনিবার দুপুরে ওই কমিউনিটি সেন্টারে পিয়াস-খাদিজার বৌভাত আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে উপস্থিত বর-কনে হাতে পেঁয়াজের প্যাকেট তুলে দেন বন্ধু সুমন, হৃদয়, শান্ত, ইমরান, সাব্বির বন্ধুমহল। এ সময় অনুষ্ঠানে সবার মধ্যে পেঁয়াজ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়। এ সময় বর-কনে পেঁয়াজ পেয়ে অনেকটা হাস্যোজ্জ্বল হয়ে যায়।