এবার অমিত শাহ করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।
রোববার বিকালে এক টুইটবার্তায় করোনা আক্রান্তের কথা জানালেন অমিত শাহ নিজেই।
টুইটে তিনি লিখেছেন, ‘উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। তবে ঝুঁকি না নিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’
ভারতে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের দিনেই এমন দুঃসংবাদ এলো দেশটির রাজনৈতিক অঙ্গনে।
টানা চতুর্থ দিনের মতো রোববার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবার দেশটিতে ৫৪ হাজার ৭৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। রোববার তা ৫৭ হাজার ছাড়িয়ে যায়। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, টুইটার