বিবিধ
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে গরু কোরবানি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা কাজী ছরোয়ার হোসেন।
তিনি গত একযুগ ধরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামে গরু কোরবানি করে আসছেন।
ঈদের দ্বিতীয় দিন রবিবার (২ আগস্ট) নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে বাড়িতে তিনি গরু কোরবানি করেন।
এছাড়া পরিবারের সদস্যদের নামে আরও একটি গরু কোরবানি দিয়েছেন কাজী ছরোয়ার।
কাজী ছরোয়ার হোসেন বলেন, ‘আমি ২০০৯ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করে আসছি। কোরবানির মাংস গরিব, দুঃখি, এতিম ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।’