Lead Newsক্রিকেটখেলাধুলা

বঙ্গবন্ধু বিপিএল: দেখে নিন কে কোন দলে

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ বিপিএলের জন্য রোববার রাতে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বঙ্গবন্ধু বিপিএলে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে সাতটি দল থাকছে। এবার দেখে নেয়া যাক কারা কোন দলে পেয়েছেন-

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন:

দেশি: তামিম ইকবাল, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, রকিবুল হাসান ও জাকের আলি অনিক।

বিদেশি: থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস ও শাহিদ খান আফ্রিদি।

প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স:

দেশি: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম ও তানভির ইসলাম।

বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

রাজশাহী রয়্যালস:

দেশি: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি ও নাহিদুল ইসলাম।

বিদেশি:  রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।

রংপুর রেঞ্জার্স:

দেশি: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরি ও সঞ্জিস সাহা।

বিদেশি: মোহাম্মদ নবি, শেই হোপ, লুইস গ্রেগোরি ও ক্যামেরন দেলপোর্ত।

সিলেট থান্ডার:

দেশি: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন ও রুবেল মিয়া।

বিদেশি: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস ও জিবন মেন্ডিস।

কুমিল্লা ওয়ারিয়র্স:

দেশি: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান ও ফারদিন হোসেন অনি।

বিদেশি: কুসল পেরেরা, মুজিব-উর-রহমান, দাভিদ মালান ও দাসনি শানাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:

দেশি:  মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিক।

বিদেশি:  ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিশকা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল ও ইমাদ ওয়াসিম।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম বঙ্গবন্ধু বিপিএল। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের তিন দিন পর ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

Back to top button