Lead Newsজাতীয়

বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৩তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। বেড়েছে সুস্থতার হার।

গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ এই ভাইরাসে ১২৬ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৭৭ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৩ দশমিক ৪৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৮ শতাংশ কম।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৩৭ হাজার ৮২৩ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৫২ হাজার ৫০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৩৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গতকালও মৃত্যুর হার একই ছিল।

অতিরিক্ত মহাপরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৬১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৫ শতাংশ বেশি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৫৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ১৮৯ জনের। গতকালের চেয়ে আজ ৬৪টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৪টি পরীক্ষাগারে নমুনা

পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৭০৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nine =

Back to top button