Lead Newsআন্তর্জাতিক

কেরালায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৭

ভারতের কেরালায় ১৯১ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ১৫ জন গুরুতরসহ ১২৩ জন আরোহী আহত হয়েছেন বলে জানা গেছে।

আরোহীদের মাঝে চারজন কেবিন ক্রু ও দুইজন পাইলটসহ ১৭৪ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশু যাত্রী ছিল। বেসামরিক বিমান পরিবহন, গৃহায়ণ ও নগরায়ন বিষয়ক মন্ত্রী হারদিপ সিং পুরি এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুবাই থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে কেরালার কোঝিকোড়ের বিমানবন্দরে আছড়ে পড়ে। এ সময় সেখানে ভারি বর্ষণ চলছিল। উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে দুই টুকরো হয়ে যায়। এখনও সেখানে উদ্ধারকাজ চলছে।

স্থানীয় সংসদ সদস্য টিভি ইবরাহিম বলেন, ‘অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত উড়োজাহাজটিতে আগুন ধরেনি।’  

এনডিটিভি আরো জানায়, ওই উড়োজাহাজে ১৮৪ জন যাত্রী ও বাকিরা ক্রু ছিলেন। একজন পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন এবং অনেক যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিজেপি সংসদ সদস্য কে জে অ্যালফোনস।

শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। সূত্রের খবর, উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল থেকে মেলা ছবিতে দেখা গেছে বিমানটি দুই টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − two =

Back to top button