করোনাভাইরাস

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৪৪

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।

এছাড়া, নতুন করে ২ হাজার ৬৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৫১ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।

নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৬৫ জন বা ৭৯.০৩ শতাংশ এবং নারী ৭৬০ জন বা ২০.৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৪২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্ব পরিস্থিতি:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুসারে শনিবার সকালে বিশ্বজুড়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ লাখ ৫৯ হাজার ৭৩০ জনে পৌঁছেছে, খবর সিনহুয়া।

এছাড়া, সিএসএসইর তথ্য অনুসারে বিশ্বব্যাপী করোনভাইরাসে ৭ লাখ ৬৪ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ১৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৪৪৮ জন।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনায় ৩২ লাখ ২৪ হাজার ৮৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫ হাজার ৪৬৩ জন মারা গেছেন। এরপরে ভারতে ২৪ লাখের বেশি আক্রান্ত আছেন।

রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো এবং কম্বোডিয়ায় এখন পর্যন্ত চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + sixteen =

Back to top button