দেওবন্দের আন্তর্জাতিক ফিকহ সেমিনার বন্ধ করে দিল মোদি সরকার
ভারতের দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দে অনুষ্ঠিত ইসলামিক ফিকহ একাডেমির ‘ইন্টারন্যাশনাল ফিকহ সেমিনার’ বন্ধ করে দিল দেশটির সরকার।
৩০ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত দারুল উলুম ওয়াকফ দেওবন্দে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এই আন্তর্জাতিক সেমিনারটি। পূর্ণ প্রস্ততিও গ্রহণ করেছিল দেওবন্দ কর্তৃপক্ষ। কিন্তু উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য ফিকহ সেমিনার আয়োজনের অনুমতি দেয়া হয়নি।
এদিকে সরকারের পক্ষ থেকে লিখিতভাবে কোন প্রোগ্রাম না করার জন্য নোটিশও পাঠানো হয়েছে। এ কারণে ইসলামিক ফিকহ একাডেমি এই তারিখে তাদের প্রোগ্রাম না করার সিদ্ধান্ত নেয়।
ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানি একটি লিখিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৯ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম আয়োজনের জন্য দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দ এবং ইসলামিক ফিকহ একাডেমির পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্ততি নেয়া হয়েছিল, কিন্তু পুরো উত্তর প্রদেশজুড়ে ১৪৪ ধারা জারি থাকার কারণে সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে প্রোগ্রাম না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছে। তাই নির্ধারিত তারিখে এই সেমিনারটি হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রশাসনিক শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার পরে সেমিনারের নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। (সূত্র: অধিকার নিউজ)