সরকার ইতিহাস ধ্বংস করছে, অভিযোগ বিএনপির
সরকার ইতিহাস ধ্বংস করার অপরাজনীতিতে নেমেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। সেই সাথে তারা করোনাভাইরাস মোকাবিলায় এ সময়ে দেশকে বিভক্ত না করে জাতীয় ঐক্যের পথে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমানকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের একটি সংগঠিত ঘৃণ্য অপতৎপরতা জাতি গভীর ক্ষোভের সাথে লক্ষ্য করছে। গত ১৫ আগস্ট সরকার প্রধান কর্তৃক জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকাকে বিকৃত করার মাধ্যমে সে অপচেষ্টা নতুনভাবে শুরু করা হলো।’
এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন যে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার সাথে জিয়াকে জড়িয়ে অপরাজনীতি করছে। ‘আমরা জিয়াউর রহমানকে নিয়ে এহেন ষড়যন্ত্র ও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
বিএনপি নেতা বলেন, চলমান করোনা বিপর্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জাতির এহেন মহাসংকটকালে বিভাজন নয়, দরকার ঐক্যবদ্ধ সম্মিলিত প্রয়াস।
তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে দল হিসেবে তারা ইতোপূর্বে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যে অসুস্থ ক্যাম্পেইন ও প্রপাগান্ডা শুরু করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
‘আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু গণতন্ত্রে ফিরে যাই। সকলের মত ও চিন্তার স্বাধীনতার ভিত্তিতে সুষ্ঠু গণতন্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে একত্রে কাজ করি। আমরা পুনরায় ক্ষমতাসীন দলকে ইতিহাস বিকৃত করার এ ঘৃণ্য তৎপরতা পরিহার করে দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্যের পথে আসার আহ্বান জানাই। অন্যথায় এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে,’ যোগ করেন ফখরুল।