ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে ফেসবুক
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিশ্ববাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকেই হয়েছেন সর্বশান্ত। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
কিছু শর্ত মানলে আপনিও পেতে পারেন ফেসবুকের এই আর্থিক সহায়তা।
ফেসবুকের এই সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে হবে পাঁচটি ধাপে। দিতে হবে কিছু প্রশ্নের উত্তর দেওয়া ও ডকুমেন্টস। তারমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে-
১. অন্তত ২ থেকে ৫০ জন কর্মী থাকতে হবে।
২. ব্যবসায়ের বয়স হতে হবে কমপক্ষে এক বছর।
৩. করোনাকালে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রমাণ থাকতে হবে।
৪. আপনার ব্যবসায় সম্পর্কে ফেসবুক খোঁজখবর রাখতে পারবে এমন যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে।
৫. আবেদনের জন্য ফেসবুকে বিজনেস পেজ একটি ভেরিফাইড ই-মেইল থাকতে হবে।
৬. ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে।
৭. শুধুমাত্র অনলাইনে কার্যক্রম থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
৮. থাকতে হবে ব্যবসায়ের লাইসেন্স।
৯. অফিসিয়াল রেজিস্ট্রেশন।
১০. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে পার্টনারশিপ লাইসেন্স থাকতে হবে।