Lead Newsক্রিকেট

দিবারাত্রির কলকাতা টেস্ট: প্রথম ৪ দিনের টিকিট শেষ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া শেষ টেস্টের প্রথম চার দিনের সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

কলকাতায় প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। যেকারণে ম্যাচ নিয়ে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। ভারত এর আগে বিভিন্ন দেশকে দিবারাত্রির ম্যাচ খেলার আমন্ত্রণ জানালেও কেউ খেলতে রাজি হয়নি।

বুধবার গাঙ্গুলি ইডেন গার্ডেনে গণমাধ্যমকে বলেন, ‘কলকাতা টেস্টের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ কারণে আমি খুবই খুশি।’ ইউএনবি নিউজ।

‘এই টেস্টের প্রথম দিনে আমাদের অনেক কর্মসূচি রয়েছে- ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রোপাররা প্রধানমন্ত্রী (শেখ হাসিনা), মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি) এবং উভয় দলের অধিনায়কের হাতে বল তুলে দেবেন। মধ্যাহ্নভোজের বিরতিতে কপিল দেব, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলোর, রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলকে নিয়ে টক শো অনুষ্ঠিত হবে। একই সাথে আমরা রুনা লায়লা এবং জিৎ গাঙ্গুলির সংগীত পরিবেশনার সাক্ষী হব,’ বলেন তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) পরিকল্পনা অনুযায়ী ইডেন গার্ডেনের ঐতিহাসিক বেল বাজাবেন শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জি।

ক্যাব বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের সকল সদস্য এবং ২০০০ সালে ঢাকায় অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে অংশ নেয়া ভারতীয় স্কোয়াডের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে। তাদের সবাইকে ইডেন গার্ডেনে সংবর্ধনা দেয়া হবে।

ঐতিহাসিক টেস্ট ম্যাচটি বাংলাদেশ সময় ২২ নভেম্বর বেলা দেড়টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি। এর আগে প্রথম টেস্ট ম্যাচটি ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =

Back to top button