বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
শহিদুল জানান, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার লঞ্চের ড়্গেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী প্রচণ্ড ঢেউয়ের কারণে ঢাকা থেকে ভোলার ইলিশা ঘাটে আসা গ্রিন লাইনের যাত্রীবাহী ক্যাটারমান জাহাজের সামনের গ্লাস ভেঙে যায়। তবে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে ওই জাহাজের যাত্রীদের। এছাড়া বরিশালেও নিরাপদেই যাত্রী নিয়ে গ্রিন লাইনের জাহাজ ঢাকা থেকে এসে পৌঁছেছে।