ধর্ম ও জীবন
৩০ আগস্ট পবিত্র আশুরা
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪২ হিজরী নতুন বছরের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।
আগামী ১০ মহররম তথা ৩০ আগস্ট রোববার পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার পর এ সিদ্ধান্ত জানায়।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়। চাঁদ দেখা নিয়ে বিভিন্ন জেলা থেকে খবর সংগ্রহ করেন তারা। তবে কোন জেলায় দেখা গেছে আবার কোন জেলায় দেখা যায়নি এ রকম সংবাদের কারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত নিতে দেরি হয়।