কূটনীতিজাতীয়

বাংলাদেশকে ভিয়েতনামের মেডিকেল সামগ্রী উপহার

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যগত সৌহাদ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে ভিয়েতনাম সরকার কোভিড-১৯ মহামারি প্রতিরোধের জন্য বাংলাদেশেকে মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৪ আগস্ট ‘সিম্বলিক হ্যান্ডওভার সেরেমনিতে’ ভিয়েতনামের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী ন্যুয়েন কুউক ডাং বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের কাছে মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন।

ভিয়েতনাম থেকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্টের (পিপিই) ৬৬টি বক্স এবং সার্জিকাল ফেস মাস্কের ৮০টি বক্স বাংলাদেশকে দেয়া হয়।

এসব মেডিকেল সামগ্রী ১৮ আগস্ট ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানযোগে (ভিয়েতনামে আটকা পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কাজে ব্যবহৃত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দর থেকে বাংলাদেশ সরকারের পক্ষে ভিয়েতনাম সরকারের উপহার মেডিকেল সামগ্রী গ্রহণ করে।

উল্লেখ,  ভিয়েতনাম সরকার ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশকে কোভিড মোকাবিলায় মেডিকেল সামগ্রী উপহার দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

Back to top button