শান্তশিষ্ট স্বামী ঝগড়া না করায় ডিভোর্স চাইলেন স্ত্রী
স্বামী ঝগড়া করেন না। ভুল হলে ক্ষমা করে দেন। মাঝে মাঝে রান্না করে স্ত্রীকে খাওয়ান। একটু বেশিই শান্তশিষ্ট। আর এজন্যই ডিভোর্স চেয়েছেন স্ত্রী!
এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সম্বল জেলায়।জানা যায়, ১৮ মাস হয়েছে ওই দম্পতির বিয়ের। এর মধ্যেই স্বামীর অতিরিক্ত ভালবাসায় ‘অতিষ্ঠ’ হয়ে শরিয়া আদালতে ডিভোর্সের আবেদন করেছেন স্ত্রী!।
আদালতে স্ত্রী বলেন, আমার স্বামী আমার ওপরে কখনও চিৎকার করেন না। বিরক্ত হন না। কখনও কখনও তিনি আমার জন্য রান্না করেন। বাড়ির কাজেও আমাকে সাহায্য করেন। আমি কোনও ভুল করলেও আমার স্বামী আমাকে সব সময় ক্ষমা করে দেন। আমি তর্ক-ঝগড়া করতে চাই। কিন্তু তিনি কখনও আমার সঙ্গে ঝগড়া করেন না। আমি এমন দাম্পত্য চাই না। এমন পরিবেশে আমার দমবন্ধ হয়ে আসছে। তাই আমি স্বামীর থেকে আলাদা হতে চাই।
পরে অবশ্য স্ত্রীর এমন আবেদন খারিজ করে দেন আদালত।
এরপরও থেমে থাকেননি স্ত্রী। একই আবেদন নিয়ে ওই স্ত্রী যান স্থানীয় পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতও জানিয়েছে এই বিষয়ের নিষ্পত্তি তাদের পক্ষেও করা সম্ভব নয়। সূত্র: আনন্দবাজার