ভাইরাল

আগুনে পুড়ছে ১৩৯ বছরের প্রাচীন মসজিদ (ভিডিওসহ)

দক্ষিণ আফ্রিকার প্রাচীন একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩৯ বছরের পুরনো সেই মসজিদটি ডারবান শহরে অবস্থিত।

সোমবার (২৪ আগস্ট) বিকালে গ্রে স্ট্রিট নামে ওই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্যতম বৃহৎ এই মসজিদে কিভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।

https://youtu.be/yfgfBZbriNU

সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান জানিয়েছেন, মূলত বিদ্যুৎ সংযোগে ত্রুটির কারণেই হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনাকে নাকচ করে দিয়ে ফয়সাল সুলাইমান এএফপিকে বলেন, এটা সম্ভবত দুর্ঘটনাবশত কোনো ঘটনা। মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর এখনো নিশ্চিত নয়।

অগ্নিকাণ্ডের বেশকিছু ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে লোকজন মসজিদের কাছে জড়ো হয়েছে। দুইতলা বিশিষ্ট মসজিদ ভবনে আগুন জ্বলছে।

ঐতিহাসিক এই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেই সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন। এই মসজিদে প্রায় ৭ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

জরুরি বিভাগের মুখপাত্র রবার্ট ম্যাকেনজি এএফপিকে জানিয়েছেন, দমকল বাহিনী ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মসজিদে অগ্নিকাণ্ডে আশেপাশের আরও কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =

Back to top button