মৃত ঘোষণার পর দাফনের প্রস্তুতি, হঠাৎ চোখ খুলল তরুণী
এক তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তারপর ব্যাগে ভরে ওই তরুণীর ‘মরদেহ’ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু দাফনের আগে ব্যাগের মধ্যেই নড়ে ওঠেন তিনি।
ব্যাগ খুলতেই দেখা যায়, তাকিয়ে আছেন তিনি। শ্বাস-প্রশ্বাসও চলছে। তাৎক্ষণিকভাবে তাকে আবারো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে, মিশিগানের ডেট্রইট শহরে।
এ গাফিলতির ব্যাপারে চিকিৎসকরা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে, ওই নারীর শ্বাস-প্রশ্বাস বন্ধ দেখে মৃত ঘোষণা করা হয়েছিল। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। তবে লাইফসাপোর্ট এবং অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছেন।
গত রবিবার সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর দুই ঘণ্টা ধরে বডি ব্যাগে রাখা থাকে তার দেহ। ব্যাগ খুলতেই জীবন্ত মেয়েকে দেখতে পায় তার পরিবারের সদস্যারা।
সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে ফোন করে সাহায্য নেন তারা। মাত্র ১৫ মিনিটের মধ্যেই পুলিশ এবং চিকিৎসকদল সেখানে পৌঁছে যায়।
সূত্র : ইস্ট বে টাইমস