বার্সার মেরুন-নীলরঙা জার্সি ছেড়ে কোন ক্লাবের রং গায়ে চড়াবেন লিওনেল মেসি। চারদিকে এ নিয়েই আলোচনা এখন। তিন-চারটি ক্লাবের কথা শোনা গেলেও দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটিই।
স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার সাংবাদিক জাভি কাম্পোস এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, সিটিতে যাওয়ার ব্যাপারে পেপ গার্দিওলার সঙ্গে বেশ ক’বার ফোনে কথা বলেছেন মেসি। এছাড়াও, এস্পোর্তে ইন্তেরাতিভো ও রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলেছেন, মেসি যেতে পারেন সিটিতে। বার্সেলোনার হাঁড়ির খবর বের করে আনার জন্য গত কয়েক বছর ধরে এই বেকলার বেশ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনিই ২০১৭ সালে নেইমারের বার্সেলোনা ছাড়ার খবরটি দিয়েছিলেন।
দুই সাংবাদিকের কথার সুর ধরে কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মেসিকে নিয়ে বার্সা-সিটির সম্ভাব্য চুক্তিটা কেমন হতে পারে। মেসিকে যদি ফ্রি তে না পাওয়া যায়, তাহলে চুক্তিতে কোন কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করবে সিটি? স্পোর্ত বলছে সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার কথা।
এমনিতেই বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান জানিয়ে দিয়েছেন, দলে লুইস সুয়ারেজের ভবিষ্যৎ নেই। অন্য ক্লাবের সঙ্গে সুয়ারেজ চাইলে যোগাযোগ করতে পারেন। এমনকি, দলের ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারের সঙ্গে বর্তমান চুক্তি বাতিলও করতে পারে বার্সেলোনা। সিটি বেশ ভালোই জানে এই অবস্থার কথা। মেসিকে দলে আনার চুক্তিতে সিটি যদি জেসুসকে অন্তর্ভুক্ত করে, তাহলে বার্সার স্ট্রাইকার সংক্রান্ত সমস্যারও সমাধান হয়। সুয়ারেজের উত্তরসূরি কে হবেন, সেটাও জানা যায়।
ম্যানচেস্টার সিটি দৌড়ে এগিয়ে থাকলেও মেসিকে পাওয়ার লড়াইয়ে পিএসজি শামিল হয়েছে। এটি কাল টুইটে জানান বিইন স্পোর্টসের ক্রীড়া সংবাদকর্মী ত্রানকেদি পালমেরি। এবার জানা গেল, পিএসজির কাছে মেসিকে কেনার অনুরোধ করেছেন নেইমার। তবে ফরাসি ক্লাবটি বার্সাকে এখনো প্রস্তাব দেয়নি।
নেইমারের সঙ্গে মেসির সম্পর্ক আজকের না। বার্সায় চার মৌসুম খেলেছেন নেইমার। এ সময় মেসির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে ওঠে। ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিলেও সম্পর্ক থেকে গেছে আগের মতোই। আর্জেন্টাইন তারকা বেশ কয়েকবার নেইমারকে ফিরিয়ে আনার কথা বলেছেন বার্সাকে। মোটামুটি একজন আরেকজনের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর নেইমার তাঁর ক্লাবকে এই অনুরোধ করেছেন বলে জানান স্কাই স্পোর্টসের প্রধান প্রতিবেদক ব্রায়ান সোয়ানসন। তাঁর টুইট, ‘তাকে (মেসি) সই করানোর জন্য পিএসজিকে অনুরোধ করেছেন নেইমার। এ সপ্তাহে দুজনের মধ্যে কথা হয়েছে। তবে পিএসজি এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’
মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২১ সালে। তাঁর রিলিজ ক্লজ মূল্য ৭০ কোটি ইউরো। এ দামে তাঁকে কেনার ভাবনা পিএসজির নেই বলেই মনে করছে সংবাদমাধ্যমগুলো। তবে ফ্রি তে কিংবা এর চেয়েও কম দামে মেসির বার্সা ছাড়ার পথ খুললে পিএসজি চ্যালেঞ্জটা নিতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ফিফার কাছে দলবদলের প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন মেসি। এর মানে হলো, ফিফার অনুমোদন পেলে তিনি বিনা মূল্যে অন্য কোনো দলে যেতে পারবেন।