সুইং করানোর জন্য বলে লালা মাখানো পেসারদের পুরনো স্বভাব। কিন্তু করোনার কারণে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। তারপরেও আনেক ক্রিকেটার এটা মানছে না। যেমন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া টি-টোয়েন্টি ম্যাচে বল করতে এসে তিনি লালা ব্যবহার করেছেন! এ নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে সমালোচনা।
টেস্টকে আগেই বিদায় বলে দেওয়া মোহাম্মদ আমির কালই প্রথম মাঠে নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে নতুন বলে বাড়তি সুবিধা পেতে বলে থুতু মাখাচ্ছেন আমির। হাত মুখে নিয়ে ভিজিয়ে নিয়ে সেটা আবার বলে ঘষছে। তাকে বেশ কয়েকবার কাজটি করতে দেখা গেছে। তার এই কাণ্ড একাধিকবার টিভি ক্যামেরায় ধরা পড়লেও আম্পায়াররা কোনো ব্যবস্থা নেননি। অথচ গত জুনেই আইসিসি বলে লালা মেশানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
বলে লালা লাগানোর ব্যাপারে আইসিসির বিবৃতিতে বলা হয়েছিল, ‘বল চকচকে করার জন্য খেলোয়াড়েরা লালা ব্যবহার করতে পারবেন না। যদি কোনো খেলোয়াড় লালা ব্যবহার করে, আম্পায়ার চাইলে প্রাথমিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারেন। তবে বারবার একই ঘটনা ঘটলে দলকে সতর্ক করা হবে। একটি দলকে এক ইনিংসে ২ বার সতর্ক করা হবে। কিন্তু বারবার এ কাজ করলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে। আম্পায়ার খেলা শুরুর আগে লালা লাগানো বল পরিষ্কার করিয়ে নেবেন।’