মঙ্গলবার থেকে সব বাসা-বাড়ি হোল্ডিং ট্যাক্সের আওতায় আসবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রবিবার রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা সরেজমিনে পরির্দশন শেষে মেয়র সাংবাদিকদের এ কথা বলেন। রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা, ফুটপাত দখল এবং নিয়ম না মেনে রাস্তা এবং ফ্লাইওভারের নিচে বিলবোর্ড বসানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়। এসময় মেয়র বলেন, ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না।
এদিকে উত্তর সিটি কর্পোরেশনেই বকেয়া পড়ে আছে প্রায় শত কোটি টাকা হোল্ডিং ট্যাক্স। বকেয়ার তালিকায় আছে বড় বড় প্রতিষ্ঠান। ট্যাক্স ফাঁকির এই রাঘব বোয়ালদের দেয়া তথ্যেও রয়েছে গড়মিল।
মেয়র আতিক বলেন, আমাদের সুযোগ নেবে কিন্তু তারা ট্যাক্স দেবে না এটা তো হতে পারে না।
পহেলা সেপ্টেম্বর থেকে ট্যাক্সের পরিধি বাড়াতে শুরু হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ চিরুনি অভিযান।