করোনাভাইরাসশোবিজ
করোনা মুক্ত হলেন চিত্রনায়িকা পপি
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনা জয় করেছেন। ২২শে জুলাই এই জনপ্রিয় এ নায়িকা করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। প্রায় একমাস বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি মুক্তি পেয়েছে করোনা থেকে।
বর্তমানে পপি সুস্থ, রবিবার (৩০ অগাস্ট) তার দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসে। পপি বলেন, “এখন সম্পূর্ণ সুস্থ। মাঝেমধ্যে শরীর দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি।”
করোনা আক্রান্ত হওয়ার সময় পপি খুলনায় ছিলেন তার নিজ বাড়ি খালিশপুর। এর আগে সেখানে বেড়াতে গিয়ে লকডাউনে আকটে যান পপি। ওই সময় স্থানীয় মানুষদের ত্রাণ বিতরণও করেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন।