শিল্প ও বাণিজ্য

আইপি টিভি থেকে পাঁচ কোটি টাকা আয়ের লক্ষ্য জেনেক্সের

বাংলাদেশের পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড জানিয়েছে, আইপি টিভি সেবা থেকে বছরে তারা পাঁচ কোটি টাকা বাড়তি আয় করবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জেনেক্সের পরিচালনা পর্ষদ সম্প্রতি রেড ডট ডিজিটাল লিমিটেডের সাথে একটি চুক্তির ব্যাপারে অনুমোদন দিয়েছে, যার আওতায় বিঞ্জ (BINGE) নামের একটি সেবা চালু করা হবে। সেবাটি হবে একটি আইপি টিভি; এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল সেবাও কিনতে পারবেন।

রেড ডট ডিজিটাল টোলকম কোম্পানি রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান।

জেনেক্স ইনফোসিস লিমিটেড আরো জানিয়েছে, বিঞ্জ তাদের নিজস্ব তৈরি সেবা। এটি বাংলাদেশের প্রথম গুগল সার্টিফাইড অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা।

জেনেক্স ইনফোসিস আইপি টিভি চালানেরা জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছ থেকে লাইসেন্স পেয়েছে।

২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জেনেক্স ইনফোসিস লিমিটেড। বর্তমানে এই কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ সালে কোম্পানিটি মুনাফা করেছে ১৯ কোটি ৫৬ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে কোম্পানিটির নয় কোটি ৩৮ লাখ ৪০ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩৪ দশমিক ৯৯ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক ৭৫ শতাংশ, বিদেশিদের হাতে দশমিক শূন্য এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৫৫২ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৮৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪২ কোটি ৪১ লাখ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =

Back to top button