Lead Newsআইন ও বিচার

মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় চার জনের ফাঁসি

খুলনার রূপসার আইজগাতি মাদ্রাসার ছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চার জনকে ফাঁসি ও দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। এছাড়াও তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, বনি আমিন সিকদার, রহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, খুলনার রূপসা উপজেলার আইচগাতী মাদ্রাসাছাত্র মুসা সিকদার ২০১৮ সালে ১৯ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হয়। পরে ২০ সেপ্টেম্বর রূপসার ১৮ বেকি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৭ সেপ্টেম্বর মুসা শিকদারের বাবা মোস্তাকিম বাদী হয়ে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ১৫ জানুয়ারি রূপসা থানায় মামলা দায়ের করা হয়। ২০১৯ সালের ৫ মে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ শুনানির পর খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী চার জনের ফাঁসির আদেশ দেন। দুই জনকে বেকসুর খালাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 2 =

Back to top button