আসন্ন পাঁচ আসনের উপনির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীকে জয়ী করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দলের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে রুদ্ধদ্বার বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দীর্ঘ ছয় মাস পর দলের কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ নিদের্শ দেন।
করোনাকালে দীর্ঘ ছয় মাস বিরতির পর বসল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এই বৈঠক। ঘণ্টাব্যাপী এ বৈঠকে দলের শীর্ষ নেতারা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী দলের জনপ্রিয়তায় জরিপের কথা উল্লেখ করে আসন্ন পাঁচ উপনির্বাচনে, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নিদের্শ দেন।
শেখ হাসিনা বলেন, সামনে কয়েকটা উপনির্বাচন আছে। মানুষের আমাদের ওপর আস্থা, বিশ্বাস আছে তাই সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এছাড়া তৃণমূলের মানুষের প্রয়োজনে কথা জেনে সেভাবেই কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষকে নিয়েই আমাদের কাজ। তাই মানুষকে ভালো রাখতে হবে। দেশের কোথায় কার জন্য কী করলে সে উপকৃত হবে সেটার খোঁজ রাখতে হবে।
এর আগে বৈঠকের শুরুতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দলের সব সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।