শিশুকে করোনা থেকে নিরাপদ রাখার ৫ উপায়
নভেল করোনাভাইরাস মহামারীতে শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই এ সময় তাদের প্রতি বিশেষ যত্ন নেয়া প্রয়োজন।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার যুগান্তরকে বলেন, শিশুদের করোনা থেকে নিরাপদে রাখতে মাস্ক পরা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর বাইরে থেকে ঘরে ফিরে শিশুকে স্পর্শ করার আগে নিজেকে জীবাণুমুক্ত করে নিতে হবে।
এ ছাড়া আরও কিছু নিয়ম মানতে হবে। আসুন জেনে নিই কী করবেন-
১. শিশুরা করোনা সংক্রমণ ছড়ানোর বিষয়ে তেমন কিছুই জানে না। তাই পরিবারের অন্য সদস্য, বিশেষ করে যারা বয়স্কদের থেকে তাদের দূরে রাখুন।
২. প্রয়োজনে বাইরে বের হলে শিশুদের মাস্ক পরা ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
৩. শিশুরা করোনায় আক্রান্ত হলে প্রয়োজনে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে। এ সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
৪. পরিবারের সদস্যদের অবশ্যই মাস্ক ব্যবহার করাবেন। এ ছাড়া অন্য স্বাস্থ্যবিধিগুলোও মেনে চলুন।
৫. করোনা সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবে। করোনা কী? কেন হয় ও স্বাস্থ্যবিধি বিষয়ে তাদের জানাতে হবে।