দগ্ধ দুই ছেলের মৃত্যু, আরেকজন আশঙ্কাজনক, বাকরুদ্ধ বাবা
অগ্নিদগ্ধ হয়ে দুই সন্তানের মৃত্যু ও অন্য আরেক সন্তানের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকার মতো ঘটনায় স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিওন নুরুদ্দিন।
জানা যায়, নুরুদ্দিনের তিন পুত্রসন্তানের বড় ছেলে সাব্বির (২১) বিএ অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন, মেঝ ছেলে জোবায়ের (১৮) এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে ইয়াসিন (১২) মাদরাসা শিক্ষার্থী।
তারা তিন ভাই একসাথে প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যেতো। গতকালও তারা একসাথে মসজিদে এশার নামাজ পড়তে যান। ফরজ নামাজ শেষ করে যখন তারা সুন্নত ও বেতের আদায় করছিলেন ঠিক তখনই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হয় সহোদর তিন ভাই। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হলে আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে অগ্নিদগ্ধ তিন ভাইয়ের মধ্যে বড় দুই ভাই সাব্বির ও জোবায়েরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছোট ভাই ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের বাবা নুরুদ্দিন নয়া দিগন্তকে বলেন, আমার তিনটা হীরের টুকরো সন্তান। আমার হিরার টুকরোগুলোর উপর আল্লাহ কেন এরকম করলো সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমি আমার মৃত দুই সন্তানের শহীদী মৃত্যু কামনা করি এবং আমার ছোট সন্তানের দ্রুত সুস্থতা কামনা করি। এ সময় তিনি তার ছোট সন্তানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌণে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন ধরনে গাড়ি দিয়ে দগ্ধ ৩৮ জনকে আনা হয় ঢাকার জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।