বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শনিবার থেকেই অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্রে পাঁচ মাসেরও বেশি সময় কাটিয়ে বুধবার ভোররাতে দেশে ফেরেন সাকিব। ফেরার আগে এক দফা এবং দেশে ফিরে দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। দুই দফাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।
বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্যে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক ব্যক্তিগত প্রশিক্ষণ শুরু করেছেন।
নাজমুল আবেদীনের পাশাপাশি সাকিবের শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন তার অনুশীলন তদারকি করবেন।
আগামী ২৯ অক্টোবর আইসিসির চলমান নিষেধাজ্ঞা অবসানের পর জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে অনুশীলন শুরু করেছেন সাকিব। তবে নিষেধাজ্ঞার চলাকালীন অনুশীলনের জন্য বিসিবির কোনো সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ না থাকায় অনুশীলন করতে তিনি বেছে নিয়েছেন বিকেএসপিকে।
এদিকে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ, সিরিজের প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই দলে যোগ দিতে পারবেন সাকিব।
দ্বিতীয় টেস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের খেলার বিষয়টি এর আগে নিশ্চিত করেন বিসিবি সভাপতি নামজুল হাসান।