সব জেলায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত: ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের সব জেলায় পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। নারায়ণগঞ্জে যদি সঙ্গে সঙ্গে এ মানুষগুলো চিকিৎসা পেত, তাহলে এত মানুষ মারা যেত না। একই সঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী সব চিকিৎসকের দগ্ধের বিষয়ে প্রশিক্ষণ থাকা দরকার বলে মন্তব্য করেন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ রোববার নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘নারায়ণগঞ্জে যদি সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ চিকিৎসা দেওয়া যেত, তাহলে এতজন মারা যেত না। ওখানে যদি চিকিৎসা শুরু করা যেত, তাহলে ২৪ জন মানুষ মারা যেত না। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করছে; কিন্তু সবকিছুর জন্য ঢাকায় আসতে হচ্ছে। প্রতিটি জেলায় বার্ন হাসপাতাল করতে হবে।’
কাউকে দায়ী করছেন কিনা জানতে চাইলে ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘সুশাসন না থাকায় আজ এ অবস্থা। প্রধানমন্ত্রীর দায়িত্ব সুষ্ঠু তদন্ত করা, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ তবে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক-নার্সসহ সবার প্রশংসা করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখানকার চিকিৎসক-নার্স সবাই খুব আন্তরিক। মনোযোগ আর যত্ন দিয়ে তাঁরা রোগীদের দেখছেন, সেবা করছেন।’