ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে তারুণ্য নির্ভর দল নিয়ে নামবে শ্রীলঙ্কা

সব ঠিক থাকলে আগামী মাসেই  শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পা রাখার কথা মুমিনুল হকদের। এ সিরিজ সামনে রেখে আজ ২৩ সদস্যের খেলোয়াড় তালিকা করেছে শ্রীলঙ্কা। যদিও এই তালিকা দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে খবরটি জানিয়েছে।

প্রকাশিত তালিকায় বেশ কিছু নতুন মুখ আছেন। লাহিরু উদারা, দুভিন্দু তিলকারত্নে, সন্তুষ গুনাতিলকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্ডু হাসারাঙ্গা ও কামিন্ডু মেন্ডিস জাতীয় দলের জন্য প্রাথমিকভাবে বিবেচিত হলেন এই প্রথমবারের মতো। শ্রীলঙ্কায় সম্প্রতি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ডাক পেলেন তারা।

সিরিজের সূচি এখনো ঘোষণা না হলেও ২৪ অক্টোবর শুরু হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প দেশেই শুরু হলেও এর বেশিরভাগটা হবে শ্রীলঙ্কাতেই। সফরের প্রথম তিন সপ্তাহের খরচ বিসিবিকে বহন করতে হবে। জাতীয় দলের সিরিজ শুরুর ঠিক আগে থেকে তাদের খরচ বহন করবে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে হাইপারফরম্যান্স দলও (এইচপি)। কোচ রাসেল ডমিঙ্গো আজ ঢাকায় এসে পৌঁছালে কাল তাঁর সঙ্গে শ্রীলঙ্কা সফরের দল নিয়ে আলোচনা করার কথা নির্বাচকদের। এরপর দু-এক দিনের মধ্যে ঘোষণা হতে পারে ২১ সদস্যের দল।

টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার খেলোয়াড়: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওশাডা ফার্নান্দো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্তুষ গুনাতিলকা, কামিন্ডু মেন্ডিস, ধনিঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, লাসিথ এমবুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, আসিতা ফার্নান্দো।

শ্রীলঙ্কা সফরের সম্ভাব্য সূচি: 
২৭ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা–যাত্রা
৪-৬ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১০-১২ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
১৭-১৯ অক্টোবর: ৩ দিনের প্রস্তুতি ম্যাচ, কলম্বো
২৩-২৭ অক্টোবর: ১ম টেস্ট, ক্যান্ডি
৩১ অক্টোবর-৪ নভেম্বর: ২য় টেস্ট, ক্যান্ডি
৮-১২ নভেম্বর: ৩য় টেস্ট, কলম্বো
১৩ নভেম্বর: বাংলাদেশে ফেরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =

Back to top button