হাস্যরস

নতুন বউ আর শাশুড়ি

বিয়ের পর শশুরবাড়িতে নতুন বউকে শাশুড়ি: মা আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।

নতুন বউ : আচ্ছা মা।

সারা দিনের কাজ শেষে জামাই বাসায় আসছে, কলিংবেল বেজে উঠলো।

শাশুড়ি : এই কে এলো, দেখো তো বউ মা।

নতুন বউ : মা! মা!! ভাইয়া এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Back to top button