হাস্যরস
ইংরেজিতে ফেল, ইতিহাসে ফেল, অঙ্কেও ফেল
শিক্ষক : অত করে তোকে ইংরেজি শেখালাম, তুই কিনা ইংরেজিতে ফেল করলি?
ছাত্র : স্যার, ইংরেজিতে পাস করার জন্য কী আমরা ৫২-এর ভাষা আন্দোলন করেছিলাম?
শিক্ষক : তাই ইংরেজিতে তো করলি, অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?
ছাত্র : স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। স্যার, যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?
শিক্ষক : ইতিহাসে তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন বল?
ছাত্র : কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কী আমার জন্ম হয়েছিল?