লাদাখে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে, আমরাও পাল্টা পদক্ষেপ নিবো: চীন
লাদাখে ভারত-চীন সীমান্তে গুলি চালানোর অভিযোগ এসেছে। ভারতের বিরুদ্ধে স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ করেছে চীন। সরকারি ভাবে ভারত এ বিষয়ে মুখ না খুললেও সেনা বাহিনীর এক সূত্র জানিয়েছে, সোমবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে গুলি চলেছে। ১৯৭৫ সালের পর এই প্রথম গুলি চলল ভারত-চীন সীমান্তে।
লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) অবৈধভাবে অতিক্রম করে ভারতীয় সেনারা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে চীন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশটির পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) এক মুখপাত্র দাবি করেন, পরিস্থিতি স্থিতিশীল করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয় চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনী। তবে এই পাল্টা পদক্ষেপ কী ছিলো তা স্পষ্ট করা হয়নি। এর প্রতিউত্তরে পাল্টা পদক্ষেপ নেবার কথাও জানান তিনি। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত পাল্টা কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৯৭৫ সাল থেকে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয়েছিল যে, সীমান্তে কোনও পক্ষই গুলি চালাবে না। বস্তুত সে কারণেই গত কয়েক বছরে ডোকলাম এবং লাদাখে যত বার দুই দেশের সেনা মুখোমুখি হয়েছে, তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। দিনের পর দিন মুখোমুখি দাঁড়িয়ে থেকেছে দুই পক্ষ। কিন্তু গুলি চলেনি। গালওয়ানে হাতাহাতিতে ভারতের ২০ জন জওয়ান নিহত হওয়ার পরেও কোনও পক্ষ গুলি চালায়নি। তবে গালওয়ানের পরই ভারত সিদ্ধন্ত নেয়, প্রয়োজনে তারা গুলি চালাবে। চীনকেও তা জানিয়ে দেয়া হয়। তবে এতদিন যা হয়নি, সোমবার সে ঘটনাই ঘটেছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভারতীয় সেনার এক সূত্র জানিয়েছে, সোমবার সেখানে গুলি ছোড়া হয়েছে। চীনের বাহিনীকে সতর্ক করতেই ভারতীয় সেনা গুলি ছুড়তে বাধ্য হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাঁর অভিযোগ, প্রথমে চীনের দিক থেকেই উস্কানিমূলক ভাবে গুলি ছোড়া হয়েছিল, ভারত তার জবাব দিয়েছে।