এন্ড্রু কিশোরের চিকিৎসায় প্রয়োজন ২ কোটি টাকা
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শরীরে ক্যান্সার ধরা পড়েছে গেল সেপ্টেম্বর মাসে। সেই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের এই গুণী শিল্পী। জানা গেলো, চিকিৎসাধীন এন্ড্রু কিশোর সিঙ্গাপুরে বেশ ভেঙে পড়েছেন।
এন্ড্রু কিশোরের দীর্ঘদিনের সহকর্মী সংগীত পরিচালক ফরিদ আহমেদ ২৪ নভেম্বর, রবিবার জানিয়েছেন, এন্ড্রু কিশোর দা’র সঙ্গে আজ সকালে আমার কথা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি। আমি যতদূর জেনেছি, তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। দাদাকে যে কেমোথেরাপি দেয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন।
এত ব্যয় সামাল দিতে অনলাইনে ফান্ডিংয়ের আবেদন করেছেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু।
‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। সেখানে লিপিকা এন্ড্রু জানান, শিল্পীর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিৎসার তেমন কোনও পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন, খবর বাংলা রিপোর্ট।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর থেকে ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে এন্ড্রু কিশোরের। এ পর্যন্ত ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে।
বাংলাদেশের ‘প্লেব্যাক সম্রাট’ বলা হয় জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে। তার প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন ‘চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে।