খেলাধুলাফুটবল

ইতিহাসে প্রথম নারী হিসেবে পুরুষদের ক্লাবে খেলবেন নাগাসাতো

ইতিহাস গড়তে চলেছেন ইউকি নাগাসাতো। প্রথম নারী ফুটবলার হিসেবে পেশাদারিভাবে পুরুষদের ক্লাবে খেলবেন শিকাগো রেড স্টার্সের ৩৩ বছর বছর বয়সী ফরোয়ার্ড।

ধারে জাপানের কাগাগাওয়া প্রেফ্যাক্চার লিগের ক্লাব হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাপানের হয়ে নারী বিশ্বকাপজয়ী নাগাসাতো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুই পক্ষই খবরটি নিশ্চিত করেছে জানিয়েছে টোকিও ভিত্তিক গণমাধ্যম কিয়োডা নিউজ।  

২০১৭ সালে রেড স্টার্সে যোগ দেন নাগাসাতো। তার আগে তিনি জাপান জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে ২০১১ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছেন এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সিলভার মেডেলজয়ী দলের অংশ ছিলেন।  

ইতিহাসের অংশ হতে যাওয়া নাগাসাতো হায়াবুসার ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বলেন, ‘আমার পারফর্ম্যান্স এবং অবস্থান যতোই বয়স বাড়ছে ততোই উন্নতি হচ্ছে। আমি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি। ’ 
 
নাগাসাতো নারী পেশাদার ফুটবলে এর আগে চেলসি, ভলসবুর্গ ও ফ্রাঙ্কফুর্টের হয়েও খেলেছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 8 =

Back to top button