আন্তর্জাতিক
এই চুক্তি ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’: ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ঐতিহাসিক চুক্তির দিনটিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের তিন দেশ আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রাখার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন। তাঁর মতে চুক্তির এই দিনটি ‘ঐতিহাসিক’।
ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই এ চুক্তি সম্পন্ন হয়। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প আশা প্রকাশ করেছেন, অন্যান্য দেশও আমিরাত ও বাহরাইনের পদাঙ্ক অনুসরণ করবে। এদিকে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বের সমাধান হওয়ার আগ পর্যন্ত তেমনটি যেন না হয়, সে আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।