সৌদির তাবুকে এক লাখ বছর আগের মানুষের পায়ের ছাপ!
সৌদি আরবে প্রায় এক লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করেছেন দেশটির গবেষকরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশে শুকিয়ে যাওয়া পুরনো একটি হ্রদ থেকে পায়ের ওই ছাপ পাওয়া গেছে।
গালফ নিউজের খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি হেরিটেজ অথরিটি নতুন এই প্রত্মতাত্ত্বিক আবিষ্কারের কথা ঘোষণা দেয়।
যেখানে পায়ের ছাপ পাওয়া গেছে, সেখানে একটি অগভীর হ্রদে হোমো সেপিয়েন্সের একটি ছোট দল পানি পান করার জন্য আসতো বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সৌদি ও আন্তর্জাতিক প্রত্মতাত্ত্বিকদের একটি টিম শুকিয়ে যাওয়া ওই প্রাচীন হ্রদের আশেপাশে মানুষ, উট, হাতি, বন্য প্রাণী ও শিকারি প্রাণীর পায়ের চিহ্ন পেয়েছে।
হেরিটেজ অথরিটির প্রধান নির্বাহী ড. জাসের আল হারবিশ বলেছেন, তাঁরা মানুষের সাতটি, উটের ১০৭টি, হাতির ৪৩টি এবং অন্যান্য প্রাণীর পায়ের ছাপ খুঁজে পেয়েছেন। এছাড়াও ওই টিম হাতির ২২৩টি ফসিল এবং গেজেল বোন পেয়েছে। শিকারি পশুর অস্তিত্বও পাওয়া গেছে।