করোনাভাইরাস
করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
করোনাভাইরাসে আক্রান্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।